1. rasel.rana01@gmail.com : admi2019 :
কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় (ডবল শিফট)
 • অফিস
 • 117760
 • ই-মেইল
 • kss1919@yahoo.com
 • স্কুলের: লোকেশন
 • কমলাপুর, কুষ্টিয়া-৭০০০
  • জানুয়ারি ১১, ২০২০
  খুব শিগগিরই পোশাক খাতকে ছাড়িয়ে যাবে আইটির আয় : জয়

  দেশের তথ্যপ্রযুক্তি (আইটি) খাত নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর আইসিটিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। তিনি বলেন, দেশের তথ্যপ্রযুক্তি (আইটি) খাতটি খুব দ্রুত সম্প্রসারিত হওয়ায় এই খাতের আয় খুব অল্প সময়ের মধ্যেই গার্মেন্টস খাতের আয়কে ছাড়িয়ে যাবে।বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাজধানীর বিআইসিসি হলে তিন দিনব্যাপী ডিজিটাল বাংলাদেশ মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় এ কথা বলেন।

  জয় বলেন, ‘আজ অফিশিয়াল রেকর্ড অনুযায়ী আইটি খাতে বাংলাদেশের রফতানি ১০০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। আমি বিশ্বাস করি, খুব অল্প সময়ের মধ্যে আমাদের প্রযুক্তি খাতের রফতানি গার্মেন্টস খাতকে অতিক্রম করবে।’

  তিনি আরও বলেন, অধিকাংশ আইটি সেবা ইন্টারনেটভিত্তিক ও ইন্টারনেটের মাধ্যমেই এ খাতে রফতানি হচ্ছে। তাই প্রকৃতপক্ষে কী পরিমাণ রফতানি হচ্ছে, তা জানা সম্ভব নয়।

  50+

  শিক্ষক

  15+

  বিভাগ

  500+

  শ্রেণী কক্ষ

  1700+

  শিক্ষার্থী