1. admin@kss1919.com : kss1919.edu.bd :
কমলাপুর মাধ্যমিক বিদ্যালয় ( ডবল শিফট )
  • যোগাযোগ
  • +880 13 09 11 77 60
  • ই-মেইল
  • kss1919@yahoo.com
  • প্রতিষ্ঠিত : 1919
  • EIIN No : 117760
  • প্রতিষ্ঠানের ইতিহাস

    কমলাপুর মাধ্যমিক বিদ্যাল (ডবল শিফট) বিদ্যালয়টি খুলনা বিভাগের কুষ্টিয়া জেলার সদর থানার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর গ্রামে অবস্থিত। বিদ্যালয়টি ১৯১৯ সালের ১লা জানুয়ারী স্থাপিত হয়ে আজ অবধি সফলভাবে পরিচালিত হয়ে আসছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর এর অধিভুক্ত। বিদ্যালয়ের EIIN নং- ১১৭৭৬০। বিদ্যালয়টি মানবিক, বাণিজ্য ও বিজ্ঞান শাখাসহ ৬ষ্ঠ হতে ১০ম শ্রেনিতে মোট ছাত্রীর পরিমান প্রায় ১৩৫০ জন। বিদ্যালয়টিতে ২৬ জন অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী রয়েছে।

    ভবিষৎ পরিকল্পনাঃ বর্তমান শিক্ষানীতির আলোকে শিক্ষারমান উন্নয়ন করা এবং দক্ষ ও মেধাবী মানব সম্পদ গড়ে তোলা। অদুর ভবিষতে মাধ্যমিক এই বিদ্যালয়টিকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত উন্নীত করা।